তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত কমেনি পঞ্চগড়ে

পঞ্চগড়

পঞ্চগড়ের শীতার্ত মানুষের জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়নি। আবহাওয়ার তাপমাত্রা বাড়লেও এখানে এখনও শীত কমেনি। শেষ বিকেল থেকে দুপুর পর্যন্ত একটানা ঘনকুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড় জেলা। দুপুরের পর সূর্য উঠলেও শৈত্যপ্রবাহ থাকায় শীত কমছে না।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৬টায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এই শীত শ্রমজীবী মানুষকে কর্মহীন করে ফেলেছে। অসহায় এসব মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। যে কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন। একদিকে শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছে। অন্যদিকে কাজে যেতে পারছে না, বলে তাদের অর্ধাহারে অনাহারে থাকতে হচ্ছে। অসহায় এসব মানুষকে শীতবস্ত্রের পাশাপাশি খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শীতবস্ত্র ও গরম কাপড় না থাকায় দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও দিনমুজুর শ্রেণীর মানুষ কাজে যেতে পারছে না। হাঁড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে মানুষ শীত নির্বারণের চেষ্টা করছে। এ পর্যন্ত পঞ্চগড় জেলায় সরকারিভাবে ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

আরও পড়ুন: তীব্র শীতে রৌদ্রজ্জ্বল মাঠে পাঠদান