রৌমারী সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

কুড়িগ্রামকুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তে কদম আলী নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়। বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম ও রৌমারী থানার এসআই রুহুল আমিন এ খবর নিশ্চিত করেছেন।

নিহত কদম আলী উপজেলার সীমান্ত ঘেঁষা কাউয়ার চর গ্রামের মৃত ছয়ান আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা কদম আলীর মৃত্যুর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দায়ী করলেও তাৎক্ষণিক বৈঠকে বিএসএফ তা অস্বীকার করেছে।
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম ও রৌমারী থানার এসআই রুহুল আমিন জানান, লাশের সুরতহাল রিপোর্টে শরীরের কোথাও গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিজিবি ক্যাম্প কমান্ডার আরও জানান, স্থানীয়দের অভিযোগের পর বৃহস্পতিবার বিকালে ভারতীয় বিএসএফ ৬ ব্যাটালিয়নের কুকুরমারী ক্যাম্পের সদস্যদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কদম আলীকে গুলি কিংবা আঘাতের বিষয়টি তারা জানেন না বলে জানিয়েছেন।

রৌমারী থানার এসআই রুহুল আমিন জানান, ইউপি সদস্য আবুল হাশেম বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তের আন্তর্জাতিক পিলারের ১০৫৮ (২ এস) কাছে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে বাংলাদেশি ১০ থেকে ১২ জন গরু ব্যবসায়ী নোম্যান্স ল্যান্ডে ঢোকে। তারা আড়কির মাধ্যমে গরু পারাপারের সময় কদম আলী নিহত হন। এ সময় স্থানীয়রা কদম আলীর লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।