গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

গাইবান্ধা ১ আসনের উপনির্বাচনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনের চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে ও উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন এ তথ্য জানান।

আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটাররা ১০৯টি কেন্দ্রে ভোট দেবেন।  

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারী নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন আম ও গণফ্রন্টের শরিফুল ইসলাম মাছ প্রতীক পেয়েছেন।

রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেন, ‘নির্ধারিত দিনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।’ সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ের সময় ত্রুটি ধরা পড়ায় স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’