গাইবান্ধায় ট্রলিতে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১০

দুর্ঘটনা কবলিত বাস ও ভটভটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মিনি বাসের (রির্জাভ) ধাক্কায় ইঞ্জিনচালিত ট্রলিতে (ভটভটি) থাকা তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সরকার ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে আসা এস.এন ট্রাভেলস নামের একটি রিজার্ভ মিনিবাস পলাশবাড়ী হয়ে গোবিন্দগঞ্জ যাচ্ছিলো। বাসটি সরকার ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ করে চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ট্রলিকে (ভটভটি) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হনআরও ১০ শ্রমিক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। তারা ট্রলিতে করে কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো দুই বোনের