দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধদিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রবাল হোসেন নামে (৩৫) এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বাড়ি বিরামপুরের দক্ষিণ দামোদারপুর (বাসুদেবপুর) গ্রামে। তার বিরুদ্ধে মাদকসহ কমপক্ষে ৮টি মামলা রয়েছে।

বিরামপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ৩টার দিকে বিরামপুর পৌর এলাকার মনিপুর নামক স্থানে পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের এসআই খুরশীদ জাহান ও এএসআই রামচন্দ্র আহত হয়েছে।

পরে পুলিশ সেখানে তল্লাশি করলে গুলিবিদ্ধ অবস্থায় প্রবালকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ রাউন্ড গুলিসহ একটি রিভালবার,৫টি ককটেল ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান,আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন:

আবারও চার জেলায় পুলিশ-র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত