পুলিশের হাত থেকে পালানোর সময় মাদক ব্যবসায়ীকে গুলি

লালমনিরহাটলালমনিরহাটে পুলিশের হাত থেকে পালানোর সময় শটগানের গুলিতে জাবেদ কসাই (৫০) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পরে তাকে পুলিশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার ভোর রাত ২ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বালাটারী রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত জাবেদ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাচারীপাড়া(রতিপুর) এলাকার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত জাবেদ মাদক মামলায় জামিনে থাকার কথা জানিয়ে বলেন, ‘পুলিশের ভয়ে পালানোর সময় আমাকে গুলি করা হয়েছে। আমি গরিব মানুষ, বেঁচে থাকতে চাই। আর মাদক ব্যবসা করবো না।’
জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ গোকুন্ডা ইউনিয়নের তিস্তার চর এলাকায় মাদক অভিযান পরিচালনা করতে যায়। এসময় গোকুন্ডা ইউনিয়নের কাচারীপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জাবেদ কসাইকে মাদকসহ আটক করেন। পরে জাবেদকে সঙ্গে নিয়ে রতিপুর এলাকায় যাওয়ার পথে বালাটারী রেলগেটে কিছু লোকজন পথরোধ করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জাবেদ এসআই মোস্তফা কামালের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশও তাকে শটগানের এক রাউন্ড গুলি ছুঁড়লে ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। জাবেদ পুলিশ হেফাজতে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।’