রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

 হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

 

রংপুরের পীরগঞ্জে উপজেলার মাদারহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় দশ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা  (ঢাকা মেট্রো ব ১৪-০১৪২) বাসটি পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুরে পৌছলে ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী যাত্রী নিহত হয়। এসময় আহত হয় ১০ বাস যাত্রী। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাসযাত্রী মমিনা বেগম জানান, বাসের ড্রাইভার ঢাকা থেকে আসার সময় থেকেই ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল। যাত্রীরা কয়েকবার নিষেধ করার পর ড্রাইভার দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল। ড্রাইভারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে বড়দরগা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, এখনও নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।