বাংলাবান্ধায় বাংলাদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২০ লাখ ৫০ হাজার নগদ টাকাসহ পঙ্কজ কুমার রায় (৩৫) নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৩ মে) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি চেকপোস্টে তাকে আটক করা হয়। পঙ্কজ কুমার রায় ভারতের দার্জিলিং জেলার প্রধাননগর এলাকার স্থানীয় বাসিন্দা।  তার পিতার নাম মনোরঞ্জন রায়। আটক পঙ্কজ রায় মানি এক্সচেঞ্জের  স্বত্ত্বাধিকারী। তার পাসপোর্ট নম্বার ৩৫৪৯৪০৩।পঞ্চগড়

বিজিবি জানিয়েছে, পঙ্কজ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাবান্ধা জিরো পয়েন্টে থাকা বিজিবি চৌকিতে আসে। চৌকিতে আসার পর তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের নায়েক জাকির হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিজিবি সদস্যদের তার ব্যাগ তল্লাশির আদেশ দেন। তল্লাশি করে তার ব্যাগের ভেতর থেকে ২০ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা ও এক বোতল মদ পাওয়া যায়। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে বাংলাবান্ধা ক্যাম্পে নিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ জানান, পঙ্কজ কুমার অবৈধভাবে বাংলাদেশি টাকা বহন করে ভারতীয় ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশ করেছিল। বিজিবি সদস্যরা তাকে আটক করেছে। তাকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দায়ের করা হবে।