হিলিতে মাদকসহ ১৪ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশন, ফেন্সিডিল ও চোলাইমদসহ ১৪ নারী ও পুরুষ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, মঞ্জরুল, সাদ্দাম, জামাল, উজ্জল, সাইদুল, সুলতানা, সাইদুল ইসলাম, বকুল, নাজিমুদ্দিনবসহ কয়েকজন। তাদের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশের একটি দল শুক্রবার গভীররাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ৩ জন নারী ও ১১ জন পুরুষসহ ১৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬পিস ইয়াবা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন ২শ’ পিস, ফেন্সিডিল ৮০ বোতল ও ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।