হিলিতে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার

ফেনসিডিলদিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোররাত ৪টার দিকে ফেনসিডিলগুলো উদ্ধার করা গেলেও এগুলো চোরাকারবারে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে একদল চোরাকারবারি ফেনসিডিল নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে ফোর্স নিয়ে সীমান্তের সাতকুড়ি মাঠ এলাকায় অবস্থান নিই। চোরাকারবারিরা ভারত থেকে দেশে প্রবেশ করতে লাগলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিলগুলো ধ্বংস করতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।