সরবরাহ কম, তাই দাম বেড়েছে কাঁচা মরিচের

আমদানি করা কাঁচা মরিচদিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম পাইকারিতে কেজিপ্রতি ১০ টাকা থেকে ১৩ টাকা করে বেড়েছে। তিন দিন আগে   পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হয়েছিল ৭০ টাকা থেকে ৭২ টাকা কেজি দরে। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৮৫ টাকা দরে। প্রতি কেজি কাঁচামরিচ খুচরাতে বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক বাবলুর রহমান ও হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান,সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় কাঁচামরিচের দাম বেশি। এছাড়া ভারতের বিহার, কানপুর, পাটনাসহ যেসব অঞ্চল থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে— সেসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কারণে সেখানেই কাঁচামরিচের সরবরাহ কমতির দিকে রয়েছে। এতে করে সেদেশের বাজারেই কাঁচামরিচের দাম খানিকটা বেড়েছে। ফলে আমদানিতে বাড়তি খরচ হওয়ার কারণে দেশের বাজারেও কাঁচামরিচের দাম বাড়তির দিকে রয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম আবারও কমে আসবে।এছাড়াও দেশের বাজারেও নতুন কাঁচামরিচ উঠতে শুরু করলে দাম কমে আসবে।

ব্যবসায়ীরা জানান, কাঁচামরিচ আমদানিতে প্রতি কেজিতে সরকারকে শুল্ক বাবদ দিতে হচ্ছে ২০ টাকার মতো। কাঁচামরিচ আমদানিতে শুল্ক যদি কিছুটা কমানো হতো, তাহলে বাজারে মরিচের দাম সহনশীল পর্যায়ে চলে আসতো।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো.সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিন বন্দর দিয়ে ৫-৭ ট্রাক করে কাঁচামরিচ আমদানি হচ্ছে।সরবরাহ স্বাভাবিক থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম সহনশীল পর্যায়ে আসবে।