বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে ৫ দিন



পঞ্চগড় স্থলবন্দরঈদের ছুটিতে পাঁচ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২০ আগস্ট) থেকে ভারত, নেপাল ভুটান ও বাংলাদেশের মধ্যে এই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক মামুন সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৬ আগস্ট থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে। ঈদুল আজহা উপলক্ষে উভয় দেশের আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট, স্থলবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই ঘোষণা দেওয়া হয়।