গাইবান্ধায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৪

গাইবান্ধা জেলা

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা আরও এক যাত্রী আহত হন। সোমবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের অদুরে মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী পলাশবাড়ী উপজেলা সদরের উদয় সাগর গ্রামের আব্দুল হান্নান (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৫), অটোরিকশার চালক সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহীপুর বাজার এলাকার সুমন মিয়া (৩২) ও একই উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী আরজিনা বেগম (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা জেনিন পরিবহন নামের যাত্রীবাহী বাসটি সিরাজগঞ্জ যাচ্ছিল। বাসটি মহেশপুর এলাকায় পৌঁছালে পলাশবাড়ীগামী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুই যাত্রী নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরজিনা বেগম মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, ‘চালক বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান।’

এর আগেও সোমবার সকালে একই এলাকায় আফরিন-আরাফাত ও বৈশাখি পরিবহন নামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের চালকসহ ৮ যাত্রী আহত হন।