দিনাজপুরের পৌরমেয়রকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

দিনাজপুরদিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দিয়েছে আদালত। হত দরিদ্য ও দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল ওজনে কম দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে করা ৫ দিনের রিমান্ড আবেদন ও মেয়রের পক্ষে করা জামিনের আবেদন বাতিল করে জেলগেটে ২দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।
সোমবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুরের আমলী আদালত-১ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডল এই আদেশ দেন। একই দিনে মামলার প্রধান আসামি পৌরসভার গুদাম রক্ষক মজিবর রহমান বাচ্চুর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়। মামলার অপর আসামি পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ পলাতক রয়েছেন।

এর আগে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার ওসি (তদন্ত) নাজমুল আহমেদ আটক দুই আসামিকে রিমান্ডে পেতে আদালতে আবেদন করেন।  

জানা গেছে, গত শনিবার (১৮ আগস্ট) বিকেলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফ’র চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ায় স্থানীয়রা গুদাম রক্ষক মজিবর রহমানকে আটক করে। পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটক মজিবরসহ পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমানকে আসামি করা হয়। মামলা পাওয়ার পর রোববার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দান থেকে গ্রেফতার করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমকে।