মাদক ব্যবসায়ী ও পলাতক আসামিসহ ৫ জন গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিদিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর ও লোহাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– মধ্যবাসুদেবপুরের রেলওয়ে স্টেশন এলাকার লোকমান হোসেন (৩৭), চকবিরভান রফিকুল ইসলাম (৩৭), ফকিরপাড়ার সজল ইসলাম (৩২), উত্তর বাসুদেবপুরের কামরুজ্জামান খান (৩০) এবং লোহাচড়া গ্রামের মঞ্জুর আলম (২৫)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুরের পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশ সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন আত্মগোপনে থাকা হিলির কুখ্যাত মাদক ব্যবসায়ী লোকমান হোসেনকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। ‘চলো যাই যুদ্ধে/মাদকের বিরুদ্ধে’ এমন স্লোগানে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন।

ওসি আরও জানান, ৯ বোতল ফেনসিডিলসহ রফিকুল ইসলাম নামে অপর এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করা হয়।

ফেনসিডিলসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবাইকে দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।