দিনাজপুরে জেএমবি’র রংপুর বিভাগীয় সামরিক কমান্ডারসহ দুইজন আটক

গ্রেফতারের প্রতীকী ছবি

দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র রংপুর বিভাগীয় সামরিক কমান্ডারসহ দুইজনকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, গুলি ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন,দিনাজপুর জেলা শহরের মুন্সিপাড়া এলাকার মোকাররম হোসেনের ছেলে রাহাত (৩৫) ও তার সহযোগী সদরের ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার রিয়াজুল ইসলাম (২৮)। রাহাত জেএমবি’র রংপুর বিভাগীয় সামরিক কমান্ডার বলে দাবি করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গি আইনে একটি ও অস্ত্র আইনে ২টি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।