‘আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না’

শহীদ বুদ্ধিজীবী ও বিরলমুক্ত দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘যে লেজ সোজা হবে না, সেই লেজ কেটে ফেলতে হবে। বিজয়ের এই মাসেই নির্বাচনে জয়লাভ করার মধ্যদিয়ে বাংলাদেশকে দেশবিরোধীমুক্ত করার শপথ গ্রহণ করা হবে।’

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে দিনাজপুরের বিরল উপজেলা চত্বরে শহীদ বুদ্ধিজীবী ও বিরলমুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। পরে তিনি উপজেলা চত্বরে গণসংযোগ করেন এবং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান শাহ আজিজকে ক্ষমতায় বসিয়ে ইমডেনিটি জারি করার মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করেছিল। পরবর্তী সময়ে বিএনপি স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে পতাকা তুলে দিয়েছিল। এভাবে ২১ বছর বাংলাদেশকে দাবিয়ে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশকে শেষপর্যন্ত দাবিয়ে রাখা সম্ভব হয়নি। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে দেশকে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে রক্ষার গুরুদায়িত্ব নিয়েছিল। পরবর্তীতে আমরা স্বাধীনতা বিরোধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যক্রম বাস্তবায়ন করেছি। এর মধ্যদিয়ে এটাই প্রমাণিত হয়েছে, বিজয়ী জাতিকে কেউ কখনও পরাজিত করতে পারে না, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকী সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, রমাকান্ত রায় প্রমুখ।