হিলিতে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপি সদস্য বাছাই

হিলিতে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্যদের বাছাই করা হয়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে মোতায়েনের নিমিত্তে দিনাজপুরের হিলিতে আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভিনের সভাপতিত্বে এ বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন।

এতে উপজেলার ৩৭৫জন আনসার ভিডিপি সদস্যের মধ্যে থেকে নির্বাচনে ভোট কেন্দ্রে মোতায়েনের জন্য ৩শ’ জনকে আনসার ভিডিপি সদস্যকে বাছাই করা হয়। পরে তাদের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ভোট কেন্দ্রের নিরাপত্তার বিভিন্ন বিষয় ও রাইফেল চালানোর বিভিন্ন কৌশল সম্পর্কে তাদের জানানো হয়।