রাজপুর ইউপি চেয়ারম্যান মোফাসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা

মামলা

লালমনিরহাটে জাতীয় সংসদ নির্বাচনের সময় কৃষক তোজাম্মেল হককে (৬৫) হত্যার অভিযোগে রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন, চেয়ারম্যানে মোফাজ্জল হোসেনের ভাই খোলাইঘাট এলাকার মোজাম্মেল হোসেন মাস্টার, আঙ্গুর মিয়া (৩৫) ও লেবু মিয়া (৩০), সিদ্দিক আলী (৩৮), শাহীন (২৮), মহাসিন আলী (৪০), জাহাঙ্গীর আলম (৩৫) এবং মজি (৪০)।  

নিহতের তোজাম্মেল হককের ছেলে মো. মোস্তফা বাদী হয়ে গত ১ জানুয়ারি লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। গত ৯ জানুয়ারি মামলাটি আমলে নিয়ে লালমনিরহাট সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালত। তদন্তের সার্থে মামলার বিষয়টি এতোদিন গোপন রাখা হয় বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম।

ওসি মাহফুজ আলম আরও বলেন,‘মামলাটি অধিকতর তদন্ত চলছে। ঘটনার অবস্থা ও বিষয়াদি যাচাই করে দেখা হচ্ছে। এরমধ্যে আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল ৮টার দিকে তোজাম্মেল হকসহ কয়েকজন ব্যক্তি পাগলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাওয়ার পথে রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফাসহ তার সমর্থকরা তোজাম্মেল হক ও তার সঙ্গিদের পথ রোধ করেন এবং ভোটদানে বাধা দেন। এসময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে এজাহারে উল্লেখিত আসামিরা তোজাম্মেল হককে মারধরের পর ছুরিকাঘাত করে। এসময় উপস্থিত লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ছেলে মো. মোস্তফা।