দিনাজপুর বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে প্রায় ২ লাখ শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডআগামী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬২৫টি স্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষা দেবে ১ লাখ ৯৬ হাজার ৭২৬ শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৮৬৬ জন। গতবারে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য জানান।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৬ হাজার ১৮৫ জন, গাইবান্ধায় ২৬ হাজার ১১৭ জন, নীলফামারীতে ২২ হাজার ৭১৫ জন, কুড়িগ্রামে ২৩ হাজার ৫৯ জন, লালমনিরহাটে ১৫ হাজার ৯১১, দিনাজপুরে ৩৮ হাজার ১২৬ জন, ঠাকুরগাঁয়ে ২০ হাজার ২৫৮ জন ও পঞ্চগড় জেলায় ১৪ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।