শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


শ্যামলী পরিবহনের বাসচাপায় দুইজন নিহতগাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আজাহার আলী (৪৫) ও ইমরান মিয়া (১৮) নামে দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানের চালকসহ তিনজন। এ ঘটনায় শ্যামলী পরিবহনের বাস, তার চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজার (ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাহার আলী (৪০) গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং ইমরান মিয়া (১৮) একই ইউনিয়নের দুধিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

আহতরা হলেন, ছামাদ মিয়া, আশাদুল ও আশরাফুল ইসলাম। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন চিকিৎসক ডা. মিজানুর রহমান।

গাইবান্ধায় যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয় শ্যামলী পরিবহনের একটি বাসপুলিশ ও স্থানীয়রা জানান, বাগদা বাজার থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে ৫-৬ জন যাত্রী কাঠারবাড়ী গ্রামে ফিরছিলেন। পথে বাগদা বাজারের (ইউনিয়ন ভুমি অফিস) সংলগ্ন সড়কের সামনে ভ্যানটি পৌঁছলে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আজাহার আলী ও ইমরানের মৃত্যু হয়। আহত হন ভ্যানের চালকসহ তিনজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ সময় শ্যামলী পরিবহনের বাস ও চালক-হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক চালক-হেলপারসহ বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রস্ততি চলছে।