গাইবান্ধা-৩ আসনে জাসদ প্রার্থী খুদি’র ভোট বর্জন

জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি

গাইবান্ধা-৩ আসনে ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপারে সিলমারাসহ নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি। রবিবার দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সাদুল্যাপুর-পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঁচজন। তাদের মধ্যে মহাজোট  ও আওয়ামী লীগ প্রার্থী ডা.  ইউনুস আলী সরকার, জাপার ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী,  জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি। এছাড়া অন্য দুই প্রার্থী হলেন পিপলস পার্টির মিজানুর রহমান ও স্বতন্ত্র আবু জাফর নিউ। 

সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৩২টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায়। 

এদিকে, প্রভাব বিস্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন মণ্ডলকে আটক করেছে বিজিবি। এসময় উত্তেজনা সৃষ্টি হলে ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ওসি আরশেদুল হক। 

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেন সুমন মণ্ডলের অনুসারী ও দলের নেতাকর্মীরা।  

ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতা আবু তাহের বলেন, ‘সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছিল। সুমন মণ্ডল একটি দোকানের দিকে যাওয়ার সময় হঠাৎ করে বিজিবি তাকে আটক করে। এ সময় স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠলে বিজিবি গুলি ছুড়ে মানুষকে ছত্রভঙ্গ করে দেয়।’