তিন দোকানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযাননীলফামারী জেলা শহরের তিনটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের মাধার মোড় ও বড় বাজার এলাকায় সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথি বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৪৩,৫১ ও ৫২ ধারায় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও বোতলজাত পানীয় জনসম্মুখে ধ্বংস করা হয়। তিনটি দোকানে ভেজাল পণ্য পাওয়া গেছে। অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে সুরুচি হোটেলের মালিক মিলন ইসলামকে তিন হাজার টাকা,সূকর্ণা সুইটসের মালিক অমৃত কুমারকে পাঁচ হাজার টাকা ও বনফুল সুইটস অ্যান্ড কনফেকশনারির মালিক সুশেন চন্দ্র রায়ের দুই হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।’

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।