বেতন ও সেশন ফি কমাতে অভিভাবকদের বিক্ষোভ

অভিভাবকদের বিক্ষোভনীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন ও সেশন ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিভাবকরা অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ প্রতিবছরই স্ট্যান্ডার্ড নার্সারি থেকে কলেজ পর্যায় পর্যন্ত প্রতিটি শ্রেণিতে বেতন, সেশন ফিসহ অন্যান্য ফি বৃদ্ধি করে। এবার বেতন ও ফি প্রায় দ্বিগুন বৃদ্ধি করেছে। এতে অভিভাবকরা তাদের সন্তানদের পড়ালেখা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন।

অভিভাবক আসিয়া আক্তার, খুকুমনি, সজনী খাতুন ও রোকসানার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, ‘বেতন ও সেশন ফি কমানো না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো। কারণ, তারা বেতন ও সেশন ফির নামে অতিরিক্ত টাকা আদায় করছে, প্রতিবাদ করায় অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। যা কোনোভাবেই কাম্য নয়।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ সরকারি পরিপত্র অনুযায়ী কতটুকু বেতন বৃদ্ধি করেছে, তা যাচাই করার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিভাকরা আমার কাছে তাদের দাবি নিয়ে এসেছিলেন। তাদের কথা শুনেছি। আমি উভয় পক্ষকে নিয়ে বসে সমস্যার সুষ্ঠু সমাধান করার চেষ্টা করবো।’

অভিভাবকদের অভিযোগ, শনিবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে ফি কমানোর আবেদন দেওয়ার সময় তাদের স্কুল চত্বর থেকে তাড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে তারা ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। পরে  অভিযোগটি নিয়ে উপজেলা পরিষদে গিয়ে ইউএনও এসএম গোলাম কিবরিয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীনকে মৌখিকভাবে জানান। তখন তারা সেখানে এক ঘণ্টা অবস্থান করেন।

অভিযোগের বিষয়ে জানতে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলামকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।