গাইবান্ধায় আগুনে পুড়লো ঘরবাড়ি, ১৫ লাখ টাকার ক্ষতি

আগুনে পোড়া ঘরবাড়িগাইবান্ধার গোবিন্দগঞ্জে চারটি পরিবারের আটটি ঘর, আসবাবপত্র, ধান চাল ও নগদ টাকা পুড়ে গেছে। পুড়ে মারা গেছে ছাগল, গরু ও হাঁস-মুরগী। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৩ মার্চ) ভোরে কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের আবদুল গফুরের বাড়িতে ওই আগুন লাগে।

পুড়ে যাওয়া ঘরবাড়িফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গফুরের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতে তা ছড়িয়ে পড়ে গফুরের ছেলে জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম ও জুয়েল মিয়ার বাড়িতে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে, এলাকাবাসীর সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া ঘরবাড়িক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি— আগুনে আটটি ঘর, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, গরু-ছাগল, হাঁস-মুরগীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল হামিদ ঘটনা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।