ছাত্রী ইভটিজিংয়ের ঘটনায় বেরোবি ছাত্রদের দুই গ্রুপে সংঘর্ষ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়এক শিক্ষার্থীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিন শিক্ষার্থী আহত হন। তাদের সবাইকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিক্ষার্থী রাজিবের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে কম্পিউটার ইজ্ঞিনিয়ারিং বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী রাজিবের সঙ্গে ব্যবস্থাপনা বিভাগের সপ্তম ব্যাচের রাব্বি ও সুব্রত গ্রুপের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মাঠের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন।এদের সবাইকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাজিবের অবস্থা আশঙ্কাজনক। তাকে চাপাতি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে প্রতিপক্ষরা । আহত অপরদুজন হলেন রাব্বি ও সুব্রত।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল হক জানিয়েছেন, রাজিবের অবস্থা আশঙ্কাজনক। অপর দুজনের অবস্থা গুরতর নয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিবুল ইসলাম বলেন,‘আহতদের তাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন,পুরো বিষয় তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।