হিলিতে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

গ্রেফতার

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের দক্ষিণ ও মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, মধ্যবাসুদেবপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হোসেন আলি (২৫), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে সোহাগ (৩০), নওপাড়া গ্রামের মৃত জামালের ছেলে জিল্লুর রহমান (৩২), হাতিশো গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সরোয়ার হোসেন (৩৫), ডাঙ্গাপাড়া এলাকার আসাদুজ্জামান হীরা (৩৮)।

আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হোসেন, সোহাগ, জিল্লুর, সরোয়ার, হীরাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তারা সবাই দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তাদের সবেইকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারগারে পাঠানো হয়েছে।