‘বিএনপি করে লাভ নেই, দলটি এখন লাইফ সাপোর্টে’

চেক বিতরণ করছেন হুইপ ইকবালুর রহিম (ছবি– প্রতিনিধি)

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘এখন আর বিএনপি করে কোনও লাভ নেই, এ দল এখন লাইফ সাপোর্টে চলে গেছে।’

শনিবার (১৮ মে) সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে টিআর কর্মসূচির আওতায় আর্থিক সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইকবালুর রহিম বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী ৫ বছর পর বাংলদেশ থেকে কাউকে বিদেশে যেতে হবে না; বরং বিদেশ থেকে লোকজন আসবে বাংলাদেশে চাকরির জন্য। বাংলাদেশে আমরা প্রায় একলাখ ১৭ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমা পেয়েছি। এখানকার খনিজ সম্পদ যদি ব্যবহার করতে পারি, তাহলে এখানকার আয় দিয়েই দেশের প্রতি বছরের বাজেট করা সম্ভব। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সন্তানেরা এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এ মুহূর্তে শুধু প্রয়োজন আদর্শবান মানুষের। আমাদের বিবেককে জাগ্রত করে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই দেশের কল্যাণে কাজ করতে হবে।’

দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু।