অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৭ বছরের কারাদণ্ড

আদালত

দিনাজপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে আব্দুল হাকিম (৪৮) নামে একজনকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ মে) বিকাল ৩টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আনোয়ারুল হক এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হাকিম ঘোড়াঘাট উপজেলার চাটশাল পশ্চিমপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে ঘোড়াঘাটের চাটশাল গ্রাম থেকে অবৈধ অস্ত্র বেচাকেনার সময় আব্দুল হাকিমকে আটক করে র‍্যাব। এসময় দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ নিয়ে র‌্যাবের পুলিশ পরিদর্শক (শহর ও যান) একেএম মনিরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পরিদর্শক রবিউল ইসলাম আরও জানান, এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ আব্দুল হাকিমকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মাহমুদুর রহমান বাবলু ও আতাউর রহমান এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন রবিউল ইসলাম-২।