নীলফামারীতে ঘর পাচ্ছে ২১২ দরিদ্র পরিবার

নীলফামারী

নীলফামারী জেলার ছয় উপজেলায় ২১২ পরিবারকে ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘর নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত।

এর মধ্যে নীলফামারী সদরে ৩৮, ডোমারে ৩২, ডিমলায় ৩৬, জলঢাকায় ৪৪, কিশোরগঞ্জে ৩২ ও সৈয়দপুরে ৩০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত জানান, উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা আসার পর আমরা ঘর নির্মাণের কাজ শুরু করবো। চলতি অর্থ বছরের গ্রামীণ রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বিশেষ বরাদ্দে এসব ঘর নির্মাণ করা হবে। তবে এটি সরকারের একটি পাইলট (চলমান)প্রকল্প।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, প্রকৃত দরিদ্ররা যাতে এই সুবিধা পায় তার জন্য যাচাই-বাছাই করে আমরা শতভাগ নিশ্চিত হতে চাই। সরকার অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এই উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারক করছে।

উল্লেখ্য, যাদের ৩ শতাংশ জমি আছে তাদের জমির ওপর এই ঘর নির্মাণ করা হবে।