ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা





সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক মো. মোজাম্মেল হকনীলফামারীর সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মে) সকালে ভেজাল সেমাই তৈরির দায়ে বসুনিয়া মোড়ের ‘নাজ ফুড প্রোডাক্টস’র মালিক সাহিদকে দুই লাখ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে নতুন বাবুপাড়া এলাকার ‘ডায়মন্ড চিপস’র মালিক মোস্তফাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ জরিমানা করেন।

র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এই র‌্যাব কর্মকর্তা জানান, বুধবার সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযান চালায় র‌্যাব। সেখানে ভেজাল সেমাই তৈরি করতে দেখা যায় ‘নাজ ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করে বাবুপাড়া এলাকার ‘ডায়মন্ড চিপস’ নামের আরেকটি প্রতিষ্ঠান। বিষয়টি জানানো হলে, ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির মালিককে দুই লাখ টাকা করে জরিমানা করেন। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা ও কারখানা সিলগালা করা হয়েছে। ভেজালবিরোধী এ অভিযান চলতে থাকবে বলেও জানান তিনি।