গুজবে কান না দিতে পুলিশের আহ্বান

হিলি পুলিশের ফেসবুক স্ট্যাটাসসম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অপরিচিত ব্যক্তিকে দেখে ‘ছেলেধরা’ সন্দেহে এক শ্রেণির উৎসুক জনতা গুজব রটিয়ে গণধোলাই দিয়ে পিটিয়ে হত্যা বা আহত করছে। এমন গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে হিলি পুলিশ। সেইসঙ্গে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর থানার ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবাইকে গুজবে কান না দিয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গত কয়েকদিন ধরে এ ধরনের ঘটনা বেশ দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সব নাগরিককে গুজবে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে থানায় জানানোর অনুরোধ জানিয়ে থানার ফেসুবক পেজে পোস্ট দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। গণপিটুনি দেওয়া একটি ফৌজদারি অপরাধ। এজন্য এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।