একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

পেঁয়াজ আনলোড করা হচ্ছেএকদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৫-১০ টাকা। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪৪ টাকা দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩০-৩৪ টাকায়।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে হচ্ছে ২৫-৩০ ট্রাকে দাড়িয়েছে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ঈদের পর দেশের বাজারে পেঁয়াজের চাহিদা কম থাকে সেজন্য তারাও আমদানি খানিকটা কমিয়ে দিয়েছিলেন। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় সেখানে দাম বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে যেখানে প্রতি কেজি পেঁয়াজ ২০-২২ টাকায় বিক্রি করেছেন সেখানে এখন দাম ৩০-৩৫ টাকা। তাই অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছেন। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। এখন আবার দাম কমে গেছে।