ধসে গেছে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর

সৈয়দপুর বিমানবন্দরের ধসে যাওয়া নিরাপত্তা প্রাচীর (ছবি– প্রতিনিধি)

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের পশ্চিম পাশের (বিমানবন্দর পশ্চিমপাড়া) প্রায় ৫০ ফুটের মতো নিরাপত্তা প্রাচীর ধসে পড়েছে। রবিবার (২৫ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। এরপর থেকে বিমানবন্দরের ওই এলাকা অরক্ষিত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তার জন্য এর চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল। রবিবার ভোরে বিকট শব্দে ওই প্রাচীরের ৫০ ফুট ধসে পড়ে। একইসঙ্গে হেলে পড়ে প্রাচীরের প্রায় ২০০ ফুটের মতো অংশ।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুশান্ত দত্ত বলেন, ‘শিগগিরই এটি মেরামত করে বিমানবন্দরের নিরাপত্তা দেওয়া হবে। আপাতত কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।’ কী কারণে প্রাচীর ধসে পড়েছে তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।