ঠাকুরগাঁওয়ে ছেলের লাশ উদ্ধার, মা-মেয়ে হাসপাতালে

ঠাকুরগাঁওঠাকুরগাঁও সদরে নূরজামাল নামে ১৮ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে খাদ্যে বিষ ক্রিয়ায় মারা গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। বিষ ক্রিয়ায় গুরুতর আহত শিশুটির বোন শাম্মী আক্তার (৬) ও মা নূরবানুকে (৩৫) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদরের রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নূরবানুর স্বামী সেলিম উদ্দীন বলেন, ‘প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে পড়ি। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে, এমন খবর শুনে আমি দ্রুত বাড়ি ফিরে যায়। সেখান থেকে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।’

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সালমা সুলতানা বলেন, ‘নূরজামালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শাম্মী আক্তার ও নূরবানুর অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই বিষক্রিয়ায় আসুস্থ হয়।’

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মোবাইল ফোনে জানান, পুলিশ ধারণা করছে, স্বামী-স্ত্রী'র ঝগড়ার জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা কী, কে দায়ী।