দুই সন্তানকে বিষপান করিয়ে হত্যার অভিযোগে সেই গৃহবধূর নামে মামলা

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই সন্তানকে বিষপান করিয়ে হত্যার অভিযোগে নুরবানু আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্বামী সেলিম উদ্দীন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি প্রদীপ কুমার রায় বলেন, ‘নিজের দুই সন্তানকে বিষ দিয়ে হত্যা এবং নিজেও বিষপানে আত্মহত্যার অভিযোগে গৃহবধূ নুরবানু আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। সে হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামে পারিবারিক কলহের জেরে খাবারের সঙ্গে দুই সন্তানকে বিষ দেন নুরবানু আক্তার। এসময় তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে আসার পর মারা যায় ১৮ মাসের শিশু নুরুজ্জামান। বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছয় বছরের অন্য শিশু শাম্মী আক্তারও।

আরও পড়ুন–

ঠাকুরগাঁওয়ে ছেলের লাশ উদ্ধার, মা-মেয়ে হাসপাতালে