দেবীগঞ্জ সরকারি কলেজের টিনশেড ভবনে আগুন

দেবীগঞ্জ সরকারি কলেজের টিনশেড ভবনে আগুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সরকারি কলেজের টিনশেড একটি ভবনে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে কলেজ কর্তৃপক্ষ।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান জানান, টিনশেড ওই ভবনে ছয়টি কক্ষ ছিল। এরমধ্যে একটি হলরুম, একটি ল্যাবরেটরি ও চারটি শ্রেণিকক্ষ রয়েছে। ভবনের বিজ্ঞানের ল্যাবরেটরি, ৩৯৩ জোড়া বেঞ্চ, ৪০টি বৈদ্যুতিক পাখা, ছয়টি টেবিল, ছয়টি চেয়ারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ পাশের একাডেমিক ভবনে আগুন লাগে। কলেজের নৈশ প্রহরী ওই ভবনে আগুন জ্বলতে দেখে অধ্যক্ষকে জানান। অধ্যক্ষ ডোমার ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ওই ভবনে থাকা টেবিল, চেয়ার, বেঞ্চ, বৈদ্যুতিক পাখা, বিজ্ঞান বিভাগের যন্ত্রপাতিসহ সব মালামাল পুড়ে যায়।