সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশসহ আহত ৩, আটক ১

মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশসহ তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশ স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান এ কথা জানান।  

তিনি আরও জানান, পুলিশ মাদক মামলার আসামি ধরতে বোয়ালী গ্রামে গেলে স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে উঠে। পরে তারা অন্য মাদক ব্যবসায়ী ও তাদের স্বজনদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

তিনি আরও জানান, গত ২৯ সেপ্টেম্বর মাদক ব্যবসার অভিযোগে বোয়ালী গ্রামে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ জহুরুল ও তিতু মিয়া নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। ওই মামলার আসামি ধরতে গেলে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তবে হামলার ঘটনাটি স্থানীয় কয়েকজনের ইন্দোনে ঘটেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদক ব্যবসায়ী ও হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। 

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদক মামলায় পুলিশ ৬ জনকে আটক করে। পরে মোটা অংকের টাকার বিনিময়ে ৪ জনকে ছেড়ে দেয়। এরপর থেকে আটক বাণিজ্যে করতে পুলিশ প্রায়ই অভিযান চালায়। পুলিশ সদস্যরা প্রায়ই গ্রামে এসে ভয়ভীতি দেখানোসহ টাকা দাবি করায় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করেছে।