হিলিতে মাদক সেবনের দায়ে ৮ যুবককে কারাদণ্ড

কারাদণ্ড পাওয়া আট যুবক দিনাজপুরের হিলিতে মাদক সেবনের দায়ে আট যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ দণ্ড দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পার্বতীপুর উপজেলা সদরের নবি শেখের ছেলে লিটন মাহমুদ (২৫), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৮), মৃত আব্দুস সাত্তারের ছেলে রশিদুল ইসলাম (২৭), গাইবান্ধা জেলা সদরের মৃত অফির উদ্দিনের ছেলে আলম মিয়া (২৫), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান পারভেজ (২৭), নওগাঁ জেলা সদরের চকদেবপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (২৭), একই এলাকার আলাউল হকের ছেলে বুলবুল ইসলাম (২৬) ও মৃত মোতালেব হোসেনের ছেলে মিঠুন মিয়া (৩০)।

ওসি জানান, হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার (১১ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের দায়ে আট জনকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। মাদক সেবনের দায়ে লিটন, শফিকুল, রশিদুল, আলম ও রায়হানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। এছাড়াও মমিনুল, বুলবুল ও মিঠুনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে বিকালে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়।