নৌকাডুবির ৯ দিন পর তিস্তা থেকে শিশুর লাশ উদ্ধার

জান্নাতুল আঁখিকুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ জান্নাতুল আঁখি নামে একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার এ তথ্য জানিয়েছেন।
আঁখি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজার সংলগ্ন খিতাবখাঁ গ্রামের জাহেদুল হক-রেখা আকতার দম্পতির সন্তান। সে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ২০-২৫ জন যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সব যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও নদীর তীব্র স্রোতে আঁখি নিখোঁজ হয়।
চেয়ারম্যান জানান, নৌকাডুবির ৯ দিন পর মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দক্ষিণে ভাটির দিকে শিশুটির লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ শনাক্ত করে।
তিনি আরও জানান, ওই দিন নৌকা ডুবির ঘটনায় স্থানীয়রা ৫ জন নিখোঁজের দাবি করলেও পরবর্তীতে সবাইকে পাওয়া যায়। শুধু শিশুটি নিখোঁজ ছিল। মঙ্গলবার তার লাশ পাওয়া গেছে।

এ ব্যাপারে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, ‘আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’