ম্যাজিস্ট্রেট আসার খবরে পেঁয়াজের কেজি ১৮০ টাকা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানঠাকুরগাঁওয়ে জেলা শহরের রোড এলাকার সবচেয়ে বড় পেঁয়াজের বাজারে প্রতিকেজি ২৫০-২৭০ টাকা দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন অভিযান চালান। ইউএনও বাজারে আসছেন এ খবর শুনেই ৭০ টাকা মূল্য কমিয়ে প্রতিকেজি পেঁয়াজ ১৮০ টাকায় বিক্রি শুরু করেন বিক্রেতারা। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রোড এলাকার পেঁয়াজের সবচেয়ে বড় মার্কেটে এ ঘটনা ঘটেছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন মামুন জানান, দুটি বড় মার্কেট পরিদর্শনের সময় বিদেশি পেঁয়াজ ১৭০-১৮৫ টাকা ও দেশি পেঁয়াজ ১৮০-১৯০ টাকা হিসেবে বিক্রি করতে দেখা গেছে। প্রতি কেজির মূল্য ২০০ টাকা চাওয়ায় রোড এলাকার রুহুল আমিন নামের এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এছাড়া প্রতিটি আড়ত ও বড়-বড় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি মূল্য না বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।