বিএনপি জামায়াত জোট সরকার রেলকে ধ্বংস করে দিয়েছে: রেলমন্ত্রী

আওয়ামী লীগের বোদা পৌরসভার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন,‘বিএনপি জামায়াত জোট সরকার রেলকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার সেই ধ্বংসপ্রাপ্ত রেলকে ঢেলে সাজাতে শুরু করেছে। এ সময় তারা আবার ২০১৪ সালের মত ট্রেনে আগুন দেওয়া শুরু করেছে। মানুষ যাতে নিরাপদে ও স্বল্প খরচে রেলে যাতায়াত করতে না পারে। ৯১-৯২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ১০ হাজার রেল কর্মকর্তা কর্মচারিকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দিয়েছে।’ তিনি রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে বাংলদেশ আওয়ামী লীগের বোদা পৌরসভার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৮৬ সালের পর রেলে কোনও নিয়োগ হয়নি। ১২টি লাইন ও একশ’ স্টেশন বন্ধ করে দিয়েছিল। সারাদেশে রেলের ৬৮ হাজার কর্মকর্তা কর্মচারীর মধ্যে এখন আছে ২৭ হাজার। জনসংখ্যা বাড়ার কারণে এখন কমপক্ষে ১ লাখ ৪০ হাজার কর্মকর্তা কর্মচারী প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘বর্তমানে বঙ্গবন্ধু সেতুর উজানে ডবল লাইনসহ নতুন সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। টঙ্গী পর্যন্ত চার লাইন করা হবে। টঙ্গী থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ডাবল লাইনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পদ্মা সেতু নির্মিত হলে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ডবল লাইন নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে তিনটি ট্রেন চলছে। কুড়িগ্রাম ও রংপুরে ট্রেনের সংখ্যা আরও বাড়নো হবে। চিলাহাটি-হলদিবাড়ী পর্যন্ত রেললাইনের কাজ শুরু হয়েছে। পঞ্চগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ এ সরকারের আমলেই শুরু হবে।’

সৈদপুর রেলকারখানায় নতুন কোচ নির্মাণ ও ইঞ্জিন মেরামত করা হয়। সেখানে চার হাজার মানুষ কাজ করতো। এখন মাত্র ১৪শ’ মানুষ কাজ করছে। এই কারখানাও ধ্বংস করেছে বিএনপি জামায়াত জোট সরকার। আমরা এই কারখানাটিকে আরও সক্রিয় করতে কাজ করছি।

মন্ত্রী বলেন, নেতাকর্মীদের মানুষের সেবা ও কল্যাণের জন্য কাজ করতে হবে। কোনও পদ বা পদবীর জন্য নয়, এটা তাদের দায়িত্ব। বঙ্গবন্ধুর কর্মী দাবি করলে দায়িত্বও নিতে হবে। আমরা অনেক সময় দায়িত্বটা অনুভব করি না। দেশ, সমাজ, প্রতিবেশী ও সাধারণ মানুষের বিপদে সহযোগিতার করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এর আগে মন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে বারী সুজা।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে শুরু হয় কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে সমঝোতার ভিত্তিতে পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা ও সাধারণ সম্পাদক হিসেবে আফছারুল ইসলাম আমিনের নাম ঘোষণা করা হয়।