৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি, ডিলারের কারাদণ্ড

ঠাকুরগাঁওসরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকায় বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। ডিলার আশরাফুর সদর উপজেলার রুহিয়া এলাকার বাসিন্দা।
আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যায় আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে সেই পেঁয়াজ বিক্রি করছিল ৮০ টাকায়। স্থানীয়রা অভিযোগ করলে রবিবার সকালে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধভাবে পেঁয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ডিলার অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।