দিনাজপুরে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধদিনাজপুরের সদরের তাজপুর এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দুই জন মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, মাদক উদ্ধার ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে দিনাজপুর সদরের রামসাগর পূর্ব এলাকায় রাস্তার নিচে ওঁৎ পেতে থাকে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখান দিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ডিবি
পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পরে গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে কাইস্সা, লস্কর আলী ওরফে রহমত আলী নিহত হয়। তাদের বাড়ি জেলা শহরের লাইনপাড়া সিপাহীপাড়া এলাকায়। এসময় সেখান থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, একটি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল জানান, এই ঘটনায় ২ জন ডিবি পুলিশ সদস্যও আহত হয়েছেন।