এপ্রিলে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার আশা প্রকাশ বাণিজ্যমন্ত্রীর

01বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাণিজ্যিক ব্যাংকগুলো এর আগে ওয়াদা করেও সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনেনি তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী মুস্তফা কামাল ব্যাংকগুলোর সঙ্গে কথা বলেছেন। আমরা আশা করছি, এপ্রিল থেকে ব্যাংকগুলো সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে পারবো।’

রবিবার (২৬ জানুয়ারি) রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শেরে বাংলা নগরে এবারই শেষ বাণিজ্য মেলা। সামনের বছর থেকে পূর্বাচলে নিজস্ব এলাকায় বাণিজ্য মেলা হবে। নিজেদের এলাকায় বাণিজ্য মেলা আপগ্রেড করা হবে যাতে সত্যিকার অর্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিতে পারে।’

টিপু মুনশি বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে সিরিয়াস স্টেপ নিয়েছে সরকার। প্রতি বছর ৩/৪ হাজার টন তেল আমদানি করা হয় কিন্তু এবার ৫০ হাজারেরও বেশি তেল আমদানি করা হচ্ছে। এ ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী টার্গেট করে ৪/৫ গুণ বেশি করে আমদানি করে রাখা হবে যাতে সাশ্রয়ী দামে এসব পণ্য মানুষ কিনতে পারে।’ গত রমজানে কোনও সমস্যা হয়নি, এবারও হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রোজি রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অনেকে।