ভাঙারির গোডাউনে মিললো বস্তা বস্তা সরকারি বই

ভাঙারির গোডাউনে মিললো বস্তা বস্তা সরকারি বই

কুড়িগ্রামের উলিপুরে একটি ভাঙারির দোকানের গোডাউনের সামনে থেকে ১৬ বস্তা সরকারি বই উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওই গোডাউনের ভেতর কয়েক বস্তা নতুন ও পুরাতন বই থাকায় গোডাউনটি সিলগালা করেছেন আদালত। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) উলিপুর উপজেলার পৌর এলাকার সরকারি খাদ্য গোডাউন সংলগ্ন সাহেব আলীর ভাঙারির গোডাউনে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত বইয়ের সঙ্গে উপস্থিত রাকিবুল ইসলাম ওরফে আব্দুর রহিম আদালতের কাছে স্বীকার করেন, বইগুলো তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হেফাজতে থাকা মদিনাতুল উলুম মাদ্রাসার গোডাউন থেকে ওই অফিসের নৈশ্যপ্রহরী শহিদুল ইসলামের মাধ্যমে নিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত রহিমকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম কবির বলেন, গোডাউনের মালিককে পাওয়া না গেলেও গোডাউনটি সিলগালা করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে জরিমানা করা হয়েছে।

ভাঙারির গোডাউনে মিললো সরকারি বই