নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্র নিহত

নীলফামারীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাসুম নামের (২৪) এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের চাঁদের হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী পশ্চিম পাড়া ধারার পাড় গ্রামের মমিনুর রহমানের ছেলে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় মাসুম। সে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নীলফামারী শহরে যাচ্ছিল।’

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক  (এসআই) হেলাল জানান, মাসুম নীলফামারী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ওসি মমিনুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তবে বাদী পক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের সনদ অনুযায়ী নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।