আটক বাংলাদেশি‌কে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্তে আটক বাংলাদেশি নুরনবী মিয়াকে (৩২) ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়া‌রি) পতাকা বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি তাকে ফুলবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। ফুলবাড়ী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) রাজীব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বুধবার (১৯ ফেব্রুয়া‌রি) রাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ বিএসএফের করলা ক‌্যা‌ম্পের সদস্যরা তাকে আটক করে। নুরুনবী ফুলবাড়ী উপ‌জেলার ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের খোঁচাবাড়ী গ্রা‌মের মকবুল হোসেনের ছে‌লে। তিনি দীর্ঘদিন ধ‌রে ভার‌তের দিল্লি‌তে কাজ কর‌ছিলেন ব‌লে জানা গে‌ছে।

বৃহস্পতিবার সকালে বিএসএফ বাংলাদেশি যুবককে আটকের বিষয়টি বিজিবি বালারহাট বিওপিকে অবহিত করলে তাকে ফেরত আনার উদ্যোগ নেয় বি‌জি‌বি। এর প্রেক্ষিতে বৃহস্প‌তিবার বিকালে উপ‌জেলার খালিসাকোটাল সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩২ এর ১ এস সাব-পিলারের পাশে বিজিবি এবং বিএফএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ‌নেতৃত্ব দেন বালারহাট কোম্পানি সদর দফতরের কমান্ডার ওবায়দুর রহমান। বিএসএফের পক্ষে করলা কোম্পানি সদর দফতরের কমান্ডার অশোক কুমার নেতৃত্ব দেন। বৈঠকে ফুলবাড়ী থানা পুলিশের প্রতি‌নি‌ধিও উপ‌স্থিত ছিল ব‌লে জানায় বি‌জি‌বি।

ফুলবাড়ী থানার ও‌সি রাজীব কুমার রায় ব‌লেন,আইনি প্রক্রিয়া শেষে নুরনবীকে তার পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।