দেশের প্রত্যেক জেলায় হবে হাইটেক পার্ক: পলক

20200228_185233আগামী বছরে দেশের প্রতিটি জেলায় হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এই কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় ‘বাংলাদেশ-তুরস্ক কারিগরি টেকনিক্যাল ইনস্টিটিউট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পিছিয়ে পড়া বিলুপ্ত ছিটমহলবাসীরা এখন থেকে প্রযুক্তির মাধ্যমে ই-মার্কেটিং এর সুবিধা নিয়ে নিজেদের পণ্য বাহিরে বিক্রির সুযোগ পাবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এ অর্থ বছরের ১০০ কোটি  টাকা বরাদ্দের ৫০ কোটি ব্যয়ে ৮টি শেখ কামাল প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ চলমান। ১১টি প্রক্রিয়াধিন রয়েছে। ২০২১ সালের মধ্যে ৬৪ জেলায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেখানে লাখ লাখ শিক্ষিত বেকার নিজে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে অন্যকে চাকরি দিতে পারবে। পর্যাক্রমে জেলা উপজেলা পৌরসভা তথা প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া হবে।’

এসময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, অতিরিক্ত সচিব বিপ্লব কুমার ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, আলোকিত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন মাসুদসহ আরও অনেকে।