পঞ্চগড়ের সব পর্যটনকেন্দ্র বন্ধ

পঞ্চগড়ের একটি পর্যন্টন কেন্দ্রের একাংশকরোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মাসুদুল হক স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

পঞ্চগড়ের একটি পর্যন্টন কেন্দ্রের একাংশবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাগম কমানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত জেলা পরিষদ ডাকবাংলো, পিকনিক কর্নার, বেরং কমপ্লেক্সসহ উপজেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পঞ্চগড়ের একটি পর্যন্টন কেন্দ্রের একাংশদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী তেঁতুলিয়ায় রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের শুরু জিরো পয়েন্টসহ চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর এখানে। এই ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।